নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পশ্চিমবঙ্গে সর্বত্র বিরোধীদের সভা, মিটিং, মিছিল করতে বাধা দিচ্ছে প্রশাসন। এমনকি বিরোধী দলের নেতাদের যেখানে সেখানে আটকে দেওয়া হচ্ছে। মাঝে মধ্যে গ্রেপ্তারও করা হচ্ছে। তাহলে রাজ্যে গণতন্ত্র কোথায়? এই প্রশ্নে হাইকোর্টে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া বিরোধীদের গাইড লাইন বেধে দেওয়ারও আবেদন জানান তিনি। কিন্তু প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ শনিবার সেই আর্জি খারিজ করে দেন। তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টি সরকার দেখে। তাই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সরকার যেকোনও ধরনের পদক্ষেপ নিতে পারে। যদিও এই মামলার শুনানি আগেই হয়েছিল। কিন্তু বিচারপতি রায়দান স্থগিত রাখেন। আজ শনিবার সেই মামলার রায় ঘোষণা করেন বিচারপতি শ্রীবাস্তব।





