স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দিচ্ছে না, ব্যাংকগুলিকে ধমক মমতার

    234
    0

    নিজস্ব সংবাদদাতা, কলকাতা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দিতে চাইছে না রাজ্যের অধিকাংশ ব্যাংক। অতিরিক্ত নথি দাবি করে আটকানো হচ্ছে তাঁদের। ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই কার্ডের সুযোগ কাজে লাগাতে পারছেন না অধিকাংশ ছাত্রছাত্রী। সূত্রের খবর, এমনই অভিযোগ আসছে বিভিন্ন প্রান্ত থেকে। এই নিয়ে সরব মমতা। অভিযুক্ত ব্যাংকগুলি ধমক খাচ্ছে মুখ্যমন্ত্রীর।
    উল্লেখ্য, গত বছর বিধানসভা নির্বাচনের মুখে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। বেশকিছু ছাত্রছাত্রীকে বিলি করা হয় সেই ক্রেডিট কার্ড। ভোটের পরেও সেই কার্ড বিলি করা হয়েছে। এরপর দুয়ারে সরকারেও আবেদন জমা নেওয়া হয়। সেই আবেদনকারীদের অনেকেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছেন। উচ্চশিক্ষার জন্য এই কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের অধিকার বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দিতে চাইছে না অধিকাংশ ব্যাঙ্ক। দাবি করা হচ্ছে, একাধিক নথি। যা সরকারের নিয়মের বাইরে। মুখ্যমন্ত্রী এই নিয়ে অনেক ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও কোনও কাজ হয়নি।
    জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যের ৮ হাজার ছাত্রছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে গেলে বাবা-মাযের ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে বলে যে গুজব ছড়িয়েছিল আজ সে প্রসঙ্গে ভুল ভেঙে দিলেন মমতা। তিনি বলেন, এরকম কোনও নিয়ম আমরা রাখিনি। পাশাপাশি, মমতা সমবায় সহ অন্যান্য ব্যাংকগুলিকে ধন্যবাদ জানান এই প্রকল্পে এগিয়ে আসার জন্য।

    Previous articleমমতার বিরুদ্ধে দিলীপের কুকথা
    Next articleমিঠাইকে হারিয়ে দিল গৌরী, তবু টিআরপি-তে প্রথম তিনে স্টার জলসা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here