নিজস্ব সংবাদদাতা: অবশেষে বকেয়া অর্থবিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল নিজেই টুইট করে একথা জানান। রাজভবনে মুখ্যসচিব ও অর্থসচিবের সঙ্গে বৈঠকের পর তিনি এই বিলে স্বাক্ষর করেন। এতদিন
অর্থবিল আটকে ছিল রাজভবনে। সরকারের বিরুদ্ধে আবার সাংবিধানিক রীতি-নীতি না মানারও অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল। শুধু মুখ্যসচিবকেই নয়, এদিন রাজ্যের অর্থসচিবকেও তলব করেন জগদীপ ধনকর। বুধবার বিকেল ৪টের সময়ে রাজভবনে আসতে বলেন রাজ্যপাল।
তাঁর নির্দেশ মত মুখ্যসচিব ও অর্থসচিব নির্দিষ্ট সময়ে রাজভবনে যান। রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আধিকারিকের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বৈঠক হয়। এমনকি, বৈঠকের ফাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর কথা হয়।
উল্লেখ্য, এর আগে অর্থাৎ মঙ্গলবার রামপুরহাট কাণ্ড-সহ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠান রাজ্যপাল।






