নিজস্ব সংবাদদাতা, অযোধ্যা: অযোধ্যার জেলাশাসক নীতীশ কুমার জানান, অযোধ্যার ৯৩.৬১ শতাংশ মানুষের COVID ভ্যাক্সিনের প্রথম ডোজ সম্পন্ন হয়েছে। আর ৫৫ শতাংশের বেশি মানুষের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে। খুব তাড়াতাড়ি যাতে ১০০ শতাংশ টীকাকরণ হয় তার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই Code of Conduct চালু হয়েছে। এমতাবস্থায় আগামী তিন দিনের মধ্যে সমগ্র অযোধ্যা রাজনৈতিক ব্যানার ও পোষ্টার মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি জানান, ভোটের সময় COVID প্রোটোকল মেনে ভোটদাতাদের গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে।
প্রত্যেক ৫ টি বিধানসভা পিছু একটি করে ফ্লাইং স্কোয়াড মোতায়ন করা হবে। ১০,১৪,২০,২৩,২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৭ মার্চ মোট ৭ দফায় ৪০৩ টি বিধানসভা আসনের প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোট গণনা হবে ১০ মার্চ।






