Home National ফের বিবাহ বিচ্ছেদে আমির, এবার কি ফতিমা?

ফের বিবাহ বিচ্ছেদে আমির, এবার কি ফতিমা?

257
0

নিজস্ব সংবাদদাতা, মুম্বাই: দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদ হতে চলেছে আমির খানের। ১৬ বছর বিবাহিত জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও স্ত্রী কিরণ রাও। তবে বিয়ে ভাঙলেও সংসার ভাঙছে না কিরণ আমিরের। শোনা যাচ্ছে, তাদের পুত্র সন্তান আজাদের কথা ভেবে দুজনে একসঙ্গে সংসার সামলাবেন। তবে কিরণ ও আমিরের বিবাহ বিচ্ছেদের মাঝে উঠে আসছে একটি নাম। “দঙ্গল” খ্যাত ফাতিমা সানা শেখ। অনেকের ধারণা, ফাতিমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার লক্ষ্যেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত আমিরের। যদিও ‘দঙ্গল’ ছবিতে অভিনয়ের পর থেকেই আমির খান আর ফতিমাকে নিয়ে গুজব ছড়ায় বলিউডে। তার প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন ফতিমা। তিনি সেই গুজবকে সম্পূর্ণ ভুয়ো বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু কিরণ আর আমিরের বিবাহ-বিচ্ছেদের এই খবরে সেই গুজবই এখন নতুন করে প্রাসঙ্গিকতা পেতে শুরু করেছে। উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন আমির খান। তাঁদের দুই সন্তান ইরা খান ও জুনায়েদ খান। কিন্তু, ১৬ বছর পর তাঁদের দুজনের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের সন্তানের নাম আজাদ রাও খান। ফের ১৬ বছরের মাথায় সেই দ্বিতীয় বিবাহও বিচ্ছেদ হতে চলেছে।

Previous articleপ্রতারণার অভিযোগে বিজেপি নেতা গ্রেপ্তার
Next articleপথে পথে জঙ্গলে — হাতিবাড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here