৩০ জুন পর্যন্ত সিএএ-র সময়সীমা বাড়াল রাজ্যসভার কমিটি

    141
    0

    নয়াদিল্লি: আগামী ৩০ জুন পর্যন্ত সময়সীমা বাড়ানোর অনুমোদন দিয়েছে রাজ্যসভা। তবে লোকসভার কমিটির থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে মন্ত্রক। এর আগে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। সংসদীয় নীতি অনুযায়ী, সরকার কোনও আইন পাশ করার পর, তা ছ’মাসের মধ্যে কার্যকর করতে না পারলে সংসদীয় কমিটির কাছে সময়সীমা বাড়ানোর আর্জি জানাতে হয়। ২০১৯ সালের ১১ ডিসেম্বর সংসদে পাশ হয় সিএএ। পরেরদিন ১২ ডিসেম্বর তাতে সই করেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই আইন নিয়ে সরব হয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ প্রায় সব বিরোধী দল। এদিকে আইন কার্যকর করার জন্য রুল তৈরির প্রয়োজন ছিল। কিন্তু সেই রুল তৈরি করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রক।

    Previous articleবীরভূমের সমবায় ব্যাংকের ভুয়ো অ্যাকাউন্টে টাকা জমার ডিপোজিট স্লিপ উধাও
    Next articleবিশ্ব ইতিহাসে ৯ জানুয়ারি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here