হাইলাকান্দি: হাইলাকান্দি -বন্দুকমারা – আইরংমারা আসাম বিশ্ববিদ্যালয় সড়ক সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পথ অবরোধ কর্মসূচি পালন করে উত্তাল করে তোলেন। দীর্ঘদিন ধরে বন্দুকমারা থেকে আইরংমারা আসাম বিশ্ববিদ্যালয় সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে।এদিন এর প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতৃত্বে শতাধিক ছাত্র ছাত্রীরা সরব হন । শীঘ্রই সংস্কারের দাবিতে হাইলাকান্দি বন্দুকমারা -আসাম বিশ্ববিদ্যালয় রোডে অবস্থান ধর্মঘট পালন করেন ছাত্র-ছাত্রীরা। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তাল করেন। সড়ক সংস্কারের দাবিতে ঘন্টাখানেকের উপর হাইলাকান্দি -বন্দুকমারা – আইরংমারা আসাম বিশ্ববিদ্যালয় সড়ক অবরোধ করে রাখেন। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি শুভময় চন্দ জানান, তাঁরা পূর্বেও বহুবার সড়ক সংস্কারের জন্য আন্দোলন করেছেন। কিন্তু প্রতিবারই হাইলাকান্দি এবং কাছাড় জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট এসে তাদেরকে অতিসত্বর সড়ক সংস্কারের আশ্বাস দিয়ে যান । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রতিনিয়ত হাইলাকান্দি থেকে শতাধিক ছাত্র-ছাত্রীরা বন্দুকমারা বেহাল সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন বলে জানান তিনি। এদিন পথ অবরোধের খবর পেয়ে হাইলাকান্দি থেকে বন্দুকমারায় ছুটে আসেন সদর সার্কল অফিসার ডেভিড বরা এবং সদর থানার ওসি ইন্সপেক্টর আমপি দাউলাগপ্পু সহ পুলিশ কর্মীরা। সার্কল অফিসার ডেভিড বরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি শুভময় চন্দ এবং অন্যান্য ছাত্র-ছাত্রীদের অতিশীঘ্র রাস্তার সংস্কারের কাজ করা হবে বলে আশ্বাস দেন। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা তাদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেন।