চণ্ডীগড়: গতকাল আপ সরকারের মন্ত্রিসভা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাঁচ বন্দির আগাম মুক্তির অনুরোধে অনুমোদন দিয়ে দেয় । সেই সুযোগে নভজ্যোৎ সিং সিধুর আগাম মুক্তি চেয়ে শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে আর্জি জানাল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং এই আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত ১৯৮৮ সালে সিধুর মারে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। গাড়ি পার্কিং নিয়ে বিবাদের জেরে ঘটে এই ঘটনা।
সুপ্রিম কোর্ট এক বছরের সাজার নির্দেশ দেয়। সেজন্য গত বছর ২০ মে আদালতে আত্মসমর্পণ করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সিধু। তাঁর ঠাঁই হয় পাতিয়ালা জেলে। সিধুর আগাম মুক্তির দাবিতে এর আগেও সরব হয়েছিলেন পাঞ্জাবের একঝাঁক কংগ্রেস নেতা । সেই সূত্রেই মুখ্যমন্ত্রীর কাছে সিধুর মুক্তির আর্জি জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির টুইট, সুবিচার বিভাজনের ঊর্ধ্বে থাকা উচিত।