সব ক্ষেত্রেই আধার সংযোগের সিদ্ধান্ত কেন্দ্রের

    187
    0

    কলকাতা: এতদিন ব্যাঙ্কের ক্ষেত্রে দফায় দফায় KYC আপডেট করার নিয়ম ছিল গ্রাহকদের। আর এবার অন্যান্য পরিচয় পত্রের ক্ষেত্রেও একই পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। না হলে আম জনতা বঞ্চিত হতে পারে সরকারের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম থেকে।

    গত সপ্তাহে আধার কার্ডের সংশোধনী রেগুলেশন বিধি জারি করেছে কেন্দ্র সরকার। প্রতি ১০ বছর অন্তর নবীকরণ করতে হবে আধারে থাকা প্রামাণ্য তথ্যের নথি। তার সঙ্গে ঠিকানা ও ফোন নম্বর পরিবর্তন হলে তৎক্ষনাৎ আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার অন্যান্য পরিচয় পত্রের ক্ষেত্রেও একই নিয়ম চালু করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। আজকাল বাড়ি থেকে গাড়ী সমস্ত ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড।

    বর্তমান সরকার চাইছে, সেন্ট্রাল আইডেন্টিটি ডেটা রিপোজিটরি নামক ভান্ডারে আম জনতার সব তথ্য এক হোক। ভোটারের ক্ষেত্রে BLO দের নির্দেশ দেওয়া হয়েছে, সাম্প্রতিকতম তথ্য সংযোজন করতে। অন্যান্য ক্ষেত্রে তৎক্ষনাৎ সংশোধনের উপর জোর দেওয়া হয়েছে। এর ফলে প্রায় এক হাজার সরকারী প্রকল্পের টাকা সরাসরি আম জনতার কাছে পৌঁছে দিতে সুবিধা হবে।

    Previous articleজলপাইগুড়িতে শর্ট সার্কিট-এর কারণে আগুনে পুড়ে গেল তিনটি দোকান
    Next articleশুভেন্দুকে হুমকি শওকত মোল্লার

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here