কলকাতা, ৮ নভেম্বর: শেয়ার ব্যবসায়ীদের সতর্ক করল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এনএসই মূলত তিনটি সংস্থা সম্পর্কে সতর্ক করেছে। তাদের বক্তব্য, ‘আরডিকিউ ট্রেডিংসওয়ালা টেকনোলজিস লিমিটেড’, ‘এলএফএস ব্রোকিং অ্যান্ড পিএমএস সার্ভিসেস’ ও ‘এমওএল কমোডিটিজ’ এই তিনটি সংস্থা নিয়ে যথেষ্ট সংশয় আছে। কারণ, এইট তিনটি সংস্থায় বিনিয়োগ করলে প্রতারণার শিকার হতে পারেন লগ্নিকারীরা। সেজন্য সাধারণ বিনিয়োগকারীকে এই তিনটি সংস্থাতে লগ্নি করতে নিষেধ করেছে। কারণ,এরা যে মোটা টাকা বিনিয়োগের গ্যারান্টি দিচ্ছে, সম্পূর্ণ অবাস্তব।