শনিবার সন্ধ্যে থেকে মকর সংক্রান্তির লগ্ন শুরু

    140
    0

    কলকাতা: সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। শনিবার সন্ধ্যে ৬ টা ৫৩ মিনিটে মকর সংক্রান্তির লগ্ন শুরু হয়েছে। এই লগ্ন থাকছে রবিবার সন্ধে ৬ টা ৫৩ মিনিট পর্যন্ত। ইতিমধ্যেই অনেকে গঙ্গাসাগরের স্নান করে চলে গিয়েছেন। ইঙ্গিত মিলেছে এবারে রেকর্ড সংখ্যক ভিড় হবে গঙ্গাসাগর মেলায়। ইতিমধ্যেই মোট ৩১ লক্ষ মানুষ স্নান করে চলে গিয়েছেন। মনে করা হচ্ছে এই সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যাবে।
    তবে চিন্তা বাড়াচ্ছে কুয়াশা। মিলেনিয়াম পার্ক থেকে ঘন কুয়াশার কারণে এদিন সকালে গঙ্গাসাগরগামী লঞ্চ ছাড়েনি। অপরদিকে বাবুঘাট থেকেও কুয়াশার জন্য সকালে একটিও বাস ছাড়তে পারেনি। শিয়ালদা দক্ষিণ শাখায় রেল পরিষেবা সকালে ব্যাহত হয়েছে ঘন কুয়াশার জন্য। নিত্যযাত্রীদের চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়তে হয়। এবারে যেহেতু রাতেও রয়েছে লগ্ন, সেই কারণে গঙ্গাসাগর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে লাইটও লাগানো হয়েছে।

    Previous articleদুর্ঘটনায় ক্ষতিগ্রস্তর পাশে রেডভলেন্টিয়ার্স এম্বুলেন্স পরিষেবা কমিটি
    Next articleশিলচরবাসী সাপ্লাই পানীয় জল থেকে বঞ্চিত

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here