Home Kolkata শনি ও রবি দমদম-নৈহাটি শাখায় বন্ধ থাকবে ট্রেন

শনি ও রবি দমদম-নৈহাটি শাখায় বন্ধ থাকবে ট্রেন

136
0

দমদম-নৈহাটি শাখায় ২২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। ব্রিজ এবং রেললাইন মেরামতির কাজের জন্যই বন্ধ রাখা হবে ট্রেন। শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৮টা পর্যন্ত এই সময়ে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। এর ফলে শনিবার আপ ও ডাউন লাইনে ২টি শিয়ালদহ-নৈহাটি, ২টি শিয়ালদহ-রানাঘাট, ২টি শিয়ালদহ-শান্তিপুর ও একটি কল্যাণী সীমান্ত-নৈহাটি যাওয়ার ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার ১০টি শিয়ালদহ-নৈহাটি, ৬টি শিয়ালদহ-রানাঘাট, ৮টি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, ৪টি শিয়ালদহ-বারাকপুর, ৪টি শিয়ালদহ-শান্তিপুর, ২টি শিয়ালদহ-কৃষ্ণনগর, দু’টি শিয়ালদহ-গেদে ও একটি নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল বাতিল করা হয়েছে। যাত্রী সাধারণের কথা ভেবে এই দু’দিন বেশ কিছু ট্রেন বারাকপুর স্টেশন থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে নেওয়া হয়েছে।

Previous articleচাকরি প্রাপকদের নামে ফৌজদারি মামলা নয় কেন? প্রশ্ন সিবিআইকে
Next articleআজ সোনা রূপার বাজার দর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here