লন্ডন: লন্ডনে রাস্তার একপাশে কম্বল জড়িয়ে বসে ভিক্ষা করতে দেখা যায় ডম নামের এক ভিক্ষুককে। তার পাশেই রাখা আছে টাকা ফেলার পাত্র। একবার দেখে ঘটনাটি সাধারণ মনে হলেও একেবারেই কিন্তু সাধারণ নয়। কী সেই আশ্চর্যজনক ঘটনা? ভারতের মতো ব্রিটেনের রাস্তায় বসে ভিক্ষা করতে দেখার সংখ্যাটি মোটেও কম নয়। এই ভিক্ষুককে দেখে আর পাঁচটা সাধারণ ভিক্ষুকের মতোই মনে হয়। রাস্তার পাশে বসে থাকা এই ভিক্ষুককে উদ্দেশ্য করে তার পাত্রে কেউ কেউ দয়ার বশবর্তী হয়ে এক বা দুই পাউন্ড নোট অথবা কিছু পেনি ছুঁড়ে দেন। কিন্তু এই ভিক্ষুক ডমের নামেই রয়েছে ৫ কোটি টাকার বাড়ি। গল্প নয় সত্যি।
শুধু তাই নয়। তার বাড়ি ভাড়াও দেওয়া আছে। এমনকি তার প্রতি মাসে ভাড়া বাবদ যে টাকাটা পায় তা শুনলে রীতিমতো ভিরমি খেতে হবে। প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা। আবার এদিকে ভিক্ষা করে পায় প্রায় ১ লাখ টাকা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তাহলে এত টাকা তিনি করেন কি? যাঁর এত সম্পত্তি, সেই ডম ভিক্ষা করেন কি নেশার জন্য, নাকি পেশার তাগিদে? ডমের জবাব অনুযায়ী এটাই জানা যায়, তিনি নেশার জন্য ভিক্ষাটাকে পেশা হিসেবে নিয়েছেন। তাঁর পরিস্থিতি এখন এমনই, নিজের বাড়ি ভাড়ার পুরো টাকাটাই তাঁর নেশার জন্য খরচ হয়ে যায়।
ছোট বেলায় ডম গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়েন। আস্তে আস্তে তিনি আরও অনেক নেশায় জড়িয়ে পড়েন।ফলে সারাক্ষণই কিছু না কিছু নেশা করেন। এভাবে অসুস্থ থাকেন। এই কোটিপতি ভিক্ষুকের এই রকম করুণ দশা রীতিমতো নেট মাধ্যমে যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, একদিন পুরো ঘটনাটি ইউটিউব চ্যানেলের বানানো তথ্যচিত্রে ডমকে বলতে শোনা যায়। ঘটনাটি দেখে অনেকেই বিস্ময়ে হতবাকও হয়ে যান।