Home District রানিডাঙ্গায় মহা সমারোহে পালিত হয় জগদ্ধাত্রী পূজা

রানিডাঙ্গায় মহা সমারোহে পালিত হয় জগদ্ধাত্রী পূজা

183
0

রানিডাঙ্গা: প্রত্যেক বছরের ন্যায় এবছরও রানিডাঙ্গায় মহা ধুমধামে পালিত হল শ্রী শ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা। রাণীডাঙ্গা কিশোর সংঘের পরিচালনায় পালিত হয় এই পুজো। জানা গিয়েছে, গত দু’বছর করোনার কারণে খুব জাঁক জমকভাবে পুজো হয়নি। কিন্তু এই বছর পরিস্থিতি ঠিক হওয়ার কারণে আবার মহা ধুমধামে পালিত হচ্ছে এই পুজো। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এই বছরে পুজোর বাজেট ২ লক্ষ টাকা। প্রচুর মানুষের ঢল নামে এবারের পুজোতে। পুজোর সময় প্রত্যেক দর্শণার্থীদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া পুজো উপলক্ষে একটি মেলারও আয়োজন করা হয়।

Previous articleরাতের অন্ধকারে শিলিগুড়িতে চলছে বৃক্ষনিধন, বাড়ছে দূষণ
Next articleট্রেন বন্ধ হাওড়া ডিভিশনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here