Home Kolkata মেনকা গম্ভীরের ব্যাঙ্কক যাওয়া আটকে দিল ইডি

মেনকা গম্ভীরের ব্যাঙ্কক যাওয়া আটকে দিল ইডি

196
0

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: এবার ব্যাঙ্কক যাওয়ার পথে বাধার সম্মুখীন হলেন অভিষেক ব্যানার্জির শ্যালিকা মেনকা গম্ভীর। সূত্রের খবর ব্যাঙ্কক যাওয়ার পরিকল্পনা ছিল মেনকা গম্ভীরের। সেই মত কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন তিনি। কিন্তু বাদ সাধল ED। বিমানবন্দরে প্রায় দুই ঘন্টা আটকে রাখা হয় তাঁকে। উল্লেখ্য, আগামী সোমবার মেনকাকে ED-র দপ্তরে হাজিরার নির্দেশ দেন তদন্তকারী সংস্থা।

Previous articleআক্রান্ত আনিস মৃত্যুর প্রধান সাক্ষী, তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে সিআইডি
Next articleমাঝরাতে সিজিও কমপ্লেক্সে মেনকা, হাতে ইডির নোটিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here