Home National মান্দৌসে মৃত চার, চেন্নাইয়ের জলমগ্ন রাস্তা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

মান্দৌসে মৃত চার, চেন্নাইয়ের জলমগ্ন রাস্তা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

167
0

চেন্নাই: ঘূর্ণিঝড় মান্দৌসের প্রভাবে তছনছ তামিলনাড়ুর উপকূল। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ তামিলনাড়ুর মামল্লপুরমে (মহাবলীপুরম) আঘাত হানে মান্দৌস। স্থলভাগের উপর দিতে অতিক্রম করার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার। ঝড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে চারজনের মৃত্যু হয়েছে তামিলনাড়ুতে। তাঁদের মধ্যে চেন্নাইয়ের মাদিপক্কমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। অন্যদিকে, বাড়ির ভেঙে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়াও জখম হয়েছেন আরও চারজন। 
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি কমিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর শুধুমাত্র নিম্নচাপে পরিণত হবে মান্দৌস। ইতিমধ্যে ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই ও তার আশপাশের অঞ্চলে। শহরে শনিবার সকাল পর্যন্ত ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে বহু রাস্তাঘাট জলমগ্ন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন, শুধু চেন্নাই শহরে ঝড়ের জন্য প্রায় ৪০০ গাছ উপড়ে পড়েছে। ঘূর্ণিঝড়জনিত কারণে চারজনের মৃত্যুর কথা জানিয়েছেন তিনি। এছাড়াও ১৫১টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৯৮টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

Previous articleআজ শপথ, হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর
Next articleরেকর্ড ভিড় কাশ্মীরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here