মাঝরাতে সিজিও কমপ্লেক্সে মেনকা, হাতে ইডির নোটিস

    220
    0

    কলকাতা, ১২ সেপ্টেম্বর : এবার ব্যাঙ্কক যাওয়ার পথে বাধার সম্মুখীন হলেন অভিষেক ব্যানার্জির শ্যালিকা মেনকা গম্ভীর। সূত্রের খবর, ব্যাঙ্কক যাওয়ার পরিকল্পনা ছিল মেনকা গম্ভীরের। সেই মত শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন তিনি। কিন্তু বাদ সাধল ইডি। বিমানবন্দরে প্রায় তিন ঘন্টা আটকে রাখা হয় তাঁকে। এই ঘটনার ফলে আগামী সপ্তাহে তাঁকে তলব করে ইডি। সেজন্য এদিন মাঝরাতে আইনজীবীকে নিয়ে হাজির হন সিজিও কমপ্লেক্সে। হাতে নোটিস নিয়ে সিজিও কমপ্লেক্সে এসে দেখেন মেন্ গেট তালা বন্ধ। এরপর বিষয়টি নিরাপত্তারক্ষীদের জানাতেই মেন্ গেট খুলে দেন তাঁরা। লিফটে করে উপরে উঠে যান সিজিও কমপ্লেক্সে ইডি-র বিভাগীয় দপ্তরে। কিন্তু সেখানে কারও কোনও সাড়াশব্দ পাননি বলে জানান তাঁরা। পাঁচ মিনিট অপেক্ষা করে নিচে নেমে আসেন, দাবি মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবীর।

    Previous articleমেনকা গম্ভীরের ব্যাঙ্কক যাওয়া আটকে দিল ইডি
    Next articleবক্রেশ্বরে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here