ময়নাগুড়ি: সোমবার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের রথেরহাট বাজারে উদযাপিত হল প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে ও ময়নাগুড়ি ব্লক প্রাণীসম্পদ বিকাশ বিভাগের ব্যবস্থাপনায় এই উদযাপন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি প্রাণীসম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা সৌমেন চ্যাটার্জি। ময়নাগুড়ি ব্লক প্রাণীসম্পদ বিকাশ বিভাগের আধিকারিক কোন্দা মুর্মু। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মধ্যক্ষ অজয় মল্লিক, পঞ্চায়েত সমিতির সদস্য বিমলেন্দু চৌধুরী ও ভলেন রায়, চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত প্রধান কাকলি বৈদ্য প্রমুখ।
এদিন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর প্রাণীসম্পদ বিষয়ে উপস্থিত অতিথিরা একে একে বক্তব্য রাখেন। গরু, ছাগলের ভ্যাক্সিনেশন ও মুরগির ছানা বিতরণ করা হয়। এদিন মোট ২০ জন মহিলার প্রত্যেককে ১০টি করে মুরগির ছানা বিলি করা হয়।
এই বিষয়ে রানীরহাট মোড় এলাকার এক উপভোক্তা সীমা সরকার বলেন, ‘আজকে ময়নাগুড়ি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে আমাকে ১০টি মুরগির ছানা দেওয়া হল। এগুলি প্রতিপালন করে নিজেকে সাবলম্বী করতে পারব।’ ব্লক প্রাণীসম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে জানা গেছে , ডিসেম্বর মাসের ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপিত হয়।