নয়াদিল্লি: ইতিমধ্যে চীনের ‘গুপ্তচর বেলুন’ নিয়ে তোলপাড় মার্কিন মুলুক। গত শনিবার মিসাইল দিয়ে বেলুনটি ধ্বংস করে বড়সড় বিপদ এড়িয়েছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শুধু আমেরিকা কিংবা লাতিন আমেরিকার দেশ নয়, ভারত, জাপান সহ একাধিক দেশের উপরও নজরদারি চালিয়েছিল চীনের স্পাই বেলুন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। চীনের নয়া অভিসন্ধি নিয়ে ‘বন্ধু’ দেশগুলিকে সতর্কও করে দিয়েছে হোয়াইট হাউস। সোমবার মার্কিন প্রশাসনের উপ বিদেশ সচিব ওয়েন্ডি শেরম্যান ওয়াশিংটনে ভারত সহ ৪০টি দেশের দূতাবাসের আধিকারিকদের চীনের মতলব নিয়ে সাবধান করে দেন।