ব্যারাকপুরে মদের আসরে গুলিতে মৃত ১

    240
    0

    ব্যারাকপুর, ৩ জুলাই : ব্যারাকপুরে ফের শ্যুট আউট। এবার জগদ্দলে ঘটল এই ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। শ্যামনগরের ২৬ নম্বর গেটের কাছে শনিবার গভীর রাতের এই গুলিকাণ্ডে মৃত্যু হয়েছে রোহিত দাসের। জানা গিয়েছে, এদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে মোদের আসরে যায় রোহিত। সেখানে বচসা থেকে সংঘর্ষ বাঁধে। সেসময় তার পেতে গুলি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে এই ঘটে। ঘটনার পর সঙ্গে সঙ্গে রোহিতকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

    Previous articleস্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি
    Next articleফের বাহুবলীর সঙ্গে জুটি দেবসেনার

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here