বাণী জয়রামের রহস্য মৃত্যু

    106
    0

    চেন্নাই: বর্ষীয়ান সঙ্গীত শিল্পী বাণী জয়রামের রহস্য মৃত্যু। দরজা বন্ধ ফ্লাটের মেঝেতে পড়েছিল তাঁর নিথর দেহ। মাথায় মিলেছে আঘাতের চিহ্ন। ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত এই শিল্পীর বয়স হয়েছিল ৭৮ বছর। ঘটনায় তামিলনাড়ুর পুলিশ একটি রহস্য মৃত্যুর মামলা রুজু করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ভারতের সিনেমা জগতে।

    বিয়ের পর স্বামী জয়রামের হাত ধরে মুম্বইতে হাজির হন বাণী। হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবিতে বলিউড প্লে-ব্যাকে ডেবিউ হয়েছিল তাঁর। জয়া ভাদুড়ির লিপে বাণী কন্ঠের ‘বোল রে পাপিহরা’ গান আজও জনপ্রিয়। গুলজারের ‘মীরা’ ছবির সব গানে কন্ঠ দিয়েছিলেন তিনি। হেমা মালিনী অভিনীত ছবির সুর ছিল রবি শঙ্করের। লতা জমানায় বলিউডে অনেকটাই কোণঠাসা ছিলেন বাণী।

    তবে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে গান করেছেন তিনি। গেয়েছেন বাংলা গানও। বাণী জয়রাম আধুনিক বাংলা গান রেকর্ড করেছিলেন, গেয়েছিলেন ‘আমার রাধা হওয়া আর হল না…’। প্রায় ১৯টি ভাষায় গান গাওয়া বাণী জয়রামের শেষ বয়সে প্রচারের অন্তরালেই দিন কেটেছে।

    Previous articleমন্টানার পর লাতিন আমেরিকায় দেখা মিলল চীনা গোয়েন্দা বেলুন
    Next articleকর্ণাটকে হেলিকপ্টার কারখানার উদ্বোধন করবেন মোদি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here