Home District বন্দে ভারত: বিমানে সওয়ার হওয়ার মতো অনুভূতি

বন্দে ভারত: বিমানে সওয়ার হওয়ার মতো অনুভূতি

149
0

মালদহ: রাজ্যের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারতের প্রথম দিনের যাত্রাকে স্মৃতিতে ধরে রাখতে রবিবার অনেকেই হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে নিছক যাতায়াত করলেন। আপ ট্রেনটিতে গিয়ে এনজেপি স্টেশনে নেমে প্লাটফর্মে কিছুক্ষণ ঘোরাঘুরির পর তাঁরা ফের ডাউন ট্রেনে চেপে বসেন। বিমানে সওয়ার হওয়ার মতো অনুভূতি হয়েছে বলেও যাত্রীদের একাংশ জানিয়েছেন।     
উল্লেখ্য, ট্রায়ালের দিন থেকেই বন্দে ভারত ট্রেন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। রবিবার নতুন ইংরেজি বছরের প্রথম দিনে বন্দে ভারতের যাত্রাকে কেন্দ্র করে মালদহ টাউন স্টেশনে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। সকালের কুয়াশা ভেদ করে দুধ সাদা রঙের ট্রেনের সামনের অংশ স্টেশনের প্লাটফর্ম ছোঁয়ামাত্র মালদহে কার্যত শোরগোল পড়ে যায়। অনেকেই মোবাইল ক্যামেরা চালু করে দেন। ট্রেনে থামার পর সেলফি তোলার হিড়িকও পড়ে যায়। বন্দে ভারতে প্রথম দিনে সওয়ার হওয়া যাত্রীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো আবেগ। স্টেশনে থাকা অন্যান্য ট্রেনের যাত্রীদের মধ্যেও বন্দে ভারত নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল। 

Previous articleঅন্য ট্রেন বাতিল করে বন্দে ভারতে সফর
Next articleপার্টি করতে গিয়ে যুবক খুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here