বছরে তিন হাজার ভারতীয় যুবককে ভিসা দেবে ব্রিটেন

    183
    0

    বালি: সম্প্রতি G-20 সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইন্দোনেশিয়ায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পৃথক বৈঠক করেন সদ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের সাথে। এই বৈঠকে সার্থক হয় ‘যুব পেশাদার প্রকল্প’ রূপায়ণের কাজ। সেখানে সুনক জানান, এবার থেকে বছরে তিন হাজার ভারতীয় ডিগ্রিধারী যুবককে দেওয়া হবে ভিসা। ১৮ – ৩০ বছর বয়সের যুবকরা ২ বছরের ভিসা নিয়ে থাকতে পারবে ব্রিটেনে। তাঁরা বিভিন্ন কাজ করার সুযোগ পাবেন।সুনক বলেন, ইন্দো প্যাসিফিক সীমান্ত অঞ্চলে ব্রিটিনের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক ভারতের। তাছাড়া ভারতীয় বিনিয়োগের কারণে ব্রিটেনে ৯৫ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে।
    জানা যায়, প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পড়ুয়ারা ব্রিটেনে আসে তার এক চতুর্থাংশ ভারতীয়। তাই ভারতীয়দের জন্য এই সুযোগের শিলমোহর দিলেন ব্রিটেনের সদ্য প্রধানমন্ত্রী ঋষি সুনক। পাশাপাশি, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্র প্রধানের মধ্যে। সুনক বলেন, এ ব্যাপারে তড়িঘড়ি সিদ্ধান্ত নয়। এক্ষেত্রে গুণমান বিচার করে নির্ধারণ করা হবে।

    Previous articleআজ সোনা-রূপার বাজারদর
    Next articleমানুষ সরকারি কোনও প্রকল্প থেকে যেন বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে ‘দুয়ারে সরকার ‘

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here