Home District ফাঁসি দেওয়ায় নকল মদ তৈরির সরঞ্জাম উদ্ধার

ফাঁসি দেওয়ায় নকল মদ তৈরির সরঞ্জাম উদ্ধার

173
0

ফাঁসিদেওয়া: দীপাবলির আগে লক্ষাধিক টাকার বিদেশী নকল মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করল আবগারি দপ্তর। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় কারা জড়িত, তার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার ডাঙ্গাপাড়ার কাজিগছ এলাকায় মঙ্গলবার ভোররাতে অভিযান চালায় শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি ও বাগডোগরার আবগারি দপ্তরের যৌথ টিম। ঘটনাস্থল থেকে ২০০০ লিটার নকল মদ, ৫০০ লিটার স্পিরিট ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। তবে আবগারি দপ্তরের আগেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে অবৈধ মদের কারবারীরা। ঘটনায় কারা জড়িত রয়েছেন তার তদন্তে চালাচ্ছে আবগারি দপ্তর। বাগডোগরা আবগারি দপ্তরের ওসি অঙ্কুর রায় জানান, বিহারে পাচারের ছক করার আগে গোপণ সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার করা হয়েছে। তবে আপাতত কেউ গ্রেফতার না হলেও ঘটনায় কারা জড়িত তার তদন্ত শুরু করা হয়েছে। তিনি জানান, উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

Previous articleঅসুস্থ হয়েও দুর্দান্ত পারফরম্যান্স ডোনার, রাজ্য সরকার থেকে দেওয়া হচ্ছে বিশেষ পুরস্কার
Next articleবিশিষ্ট সাংবাদিক দুর্গাদাস সরকারের জীবনাবসান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here