সংবাদ কলকাতা, ১৮ সেপ্টেম্বর: একের পর এক বিস্ফোরক কথা বলে শাসক দল তৃণমূলের চিন্তা বাড়িয়ে দিচ্ছেন তাপস রায়। এবার রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুললেন বরানগরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। সরকারি দলের বিধায়ক বলে আমার কথায় পুলিশ চলবে, এটা হতে পারে না। পুলিশ আইন মেনে কাজ করবে, না হলে নির্দিষ্ট জায়গায় বলা যেতে পারে। হয়তো ক্লোজ হবেন আপনারা, ট্রান্সফার হবেন আপনারা। তবু আইন অনুযায়ী চলুন, কারও কথায় চলবেন না’।
তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে। ফের চর্চা শুরু হয়েছে তাপস রায়কে নিয়ে। সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানে পুলিসের উপর আক্রমণ প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশ অনেক সংযমতা দেখিয়েছে। পুলিশের জায়গায় আমি হলে কপালে আঙ্গুল ঠেকিয়ে গুলি করতাম।’ তাপস রায় নাম না করলেও তাঁর এই উক্তি পুলিশের ভূমিকা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ইঙ্গিত করছে। এমন ধারণা রাজনৈতিক মহলের।