পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক তাপস রায়

    226
    0

    সংবাদ কলকাতা, ১৮ সেপ্টেম্বর: একের পর এক বিস্ফোরক কথা বলে শাসক দল তৃণমূলের চিন্তা বাড়িয়ে দিচ্ছেন তাপস রায়। এবার রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুললেন বরানগরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। সরকারি দলের বিধায়ক বলে আমার কথায় পুলিশ চলবে, এটা হতে পারে না। পুলিশ আইন মেনে কাজ করবে, না হলে নির্দিষ্ট জায়গায় বলা যেতে পারে। হয়তো ক্লোজ হবেন আপনারা, ট্রান্সফার হবেন আপনারা। তবু আইন অনুযায়ী চলুন, কারও কথায় চলবেন না’।
    তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে। ফের চর্চা শুরু হয়েছে তাপস রায়কে নিয়ে। সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানে পুলিসের উপর আক্রমণ প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশ অনেক সংযমতা দেখিয়েছে। পুলিশের জায়গায় আমি হলে কপালে আঙ্গুল ঠেকিয়ে গুলি করতাম।’ তাপস রায় নাম না করলেও তাঁর এই উক্তি পুলিশের ভূমিকা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ইঙ্গিত করছে। এমন ধারণা রাজনৈতিক মহলের।

    Previous articleবানপ্রস্থ আশ্রমে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
    Next articleআজ দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here