Home International নিরাপত্তা পরিষদ: ভোটে বিরত ভারত

নিরাপত্তা পরিষদ: ভোটে বিরত ভারত

195
0

নিউ ইয়র্ক: মানবিক সাহায্যকে রাষ্ট্রসঙ্ঘের সব ধরনের নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার প্রস্তাবে ভোটাভুটিতে বিরত থাকল ভারত। এই ছাড়ের সুযোগ সন্ত্রাসবাদীরা পুরোমাত্রায় তুলবে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রতিনিধি। শুক্রবার মানবিক সহায়তাকে নিষেধাজ্ঞার আওতা থেকে বাদ দিতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করে আমেরিকা ও আয়ারল্যান্ড। বর্তমানে পরিষদের সভাপতি ভারত। ওয়াশিংটনের যুক্তি, প্রস্তাব গৃহীত হলে  বহু মানুষ রক্ষা পাবে। প্রস্তাবের পক্ষে ১৪ সদস্য দেশই ভোট দেয়। একমাত্র ভারত বিরত ছিল। পাকিস্তানে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলির প্রসঙ্গ উল্লেখ করে আপত্তি জানান ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ। 

Previous articleকাল শপথ, ভূপেন্দ্র প্যাটেল গুজরাতে মুখ্যমন্ত্রী
Next articleচিত্তবাবুর মুক্তির আর্জিতে সাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here