নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দলীয় কর্মীদের উপর পুলিশি অত্যাচারের ঘটনায় রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবেন তাঁরা।
উল্লেখ্য, মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা ও হাওড়া। পুলিশ ও বিজেপি কর্মীরা পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিজেপি কর্মীদের লক্ষ্য করে পুলিশের বিরুদ্ধে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। আবার পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মীদের বিরুদ্ধেও পাল্টা ইট ছোঁড়ার অভিযোগ ওঠে।