মুম্বই, ১৮ নভেম্বর: তিনটি সংস্থা থেকে সাধারণ মানুষকে সাবধান করল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। সাধারণ লগ্নি কারীরা যাতে প্রতারিত না হন তার জন্য সাবধান করল NSE। শুভ্রকান্তি নাগ, সুপ্রকাশ দেবনাথ, সুচনা দাস নাগের সঙ্গে সম্পর্কিত তিনটি সংস্থা প্রফিট অক্সিস পি এম এস সার্ভিসেস, স্টোকস গুরুকুল, ট্রেড নেক্স সিকিউরিটিস লগ্নি কারীদের প্রলোভন দেখিয়ে মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দিচ্ছে। NSE এই সংস্থা গুলিকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। কারন শেয়ার বাজার কখনো রিটার্নের গ্যারান্টি দিতে পারে না।