Home State ঝালদা পুরসভায় আস্থা ভোটে স্থগিতাদেশ

ঝালদা পুরসভায় আস্থা ভোটে স্থগিতাদেশ

190
0

কলকাতা, ৮ নভেম্বর: ঝালদা পুরসভায় আগামী ২১ নভেম্বর আস্থা ভোটের নির্দেশ দিল হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন ।
উল্লেখ্য, ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল। গত ১৩ অক্টোবর কংগ্রেস কাউন্সিলররা তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। এব্যাপারে পুরপ্রধান কোনও পদক্ষেপ করেনি। সাধারণত নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হয় পুর প্রধানকে। কিন্তু, তিনি কোনও ব্যবস্থা না করায় উপ পুরপ্রধানের কাছে আবেদন জানায় বিরোধীরা। পদ্ধতি অনুসারে উপ পুর প্রধানকে সাত দিনের মধ্যে পদক্ষেপ করতে হয়। সেইমতো তিনি ২১ নভেম্বর আস্থা ভোট ঘোষণা করেন। কিন্তু, উপ পুরপ্রধানের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিরোধী কাউন্সিলররা। টানার গত সোমবার ৭ নভেম্বর তলবি সভা ডাকে। সেই তলবি সভার বিরুদ্ধে পুরপ্রধান সুদীপ আগরওয়াল হাইকোর্টের দ্বারস্থ হন। এই মামলার শুনানিতে বিচারপতি বলেন, উপপুরপ্রধান যেহেতু সাতদিনের মধ্যে পদক্ষেপ নিয়েছেন, সেহেতু আস্থাভোট ২১ নভেম্বরই হবে। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে কংগ্রেস কাউন্সিলররা। তাঁরা ডিভিশন বেঞ্চে আবেদন করবেন বলে জানা গিয়েছে।

Previous articleসরঞ্জাম ও যন্ত্রাংশ সরবরাহের অভাবে ৩০টি বিমান বসিয়ে দিল ইন্ডিগো
Next articleআলমবাজার মঠ বেলুড়ের অধীনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here