জার্সিতে আবাসনে বিস্ফোরণে মৃত ৩

    173
    0

    জার্সি: ব্রিটেনের অধীনস্থ জার্সিতে একটি আবাসনে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে তিন জনের। নিখোঁজ এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতে। ইতিমধ্যেই পুলিশ ও দমকলের কর্মীরা তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে। ফ্রান্স ঘেঁষা এই দ্বীপরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে ব্রিটেন। জার্সির পুলিশকর্মীরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

    পুলিশ ও জরুরি দপ্তরের কর্মীরা উদ্ধারকার্য শুরু করেছে। কী থেকে এই বিস্ফোরণ? জানতে পারেনি পুলিশ। তবে ওই তিনতলা আবাসনটি ভেঙে পড়েছে। কয়েকজনকে সেই ধ্বংস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন জার্সির মু্খ্যমন্ত্রী ক্রিস্টিনা মুর। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

    Previous articleময়নাগুড়ি বাবলা যোগা ট্রেনিং সেন্টারের পরিচালনায় যোগা প্রতিযোগিতা
    Next articleকলকাতা থেকে গ্রেপ্তার হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here