জলপাইগুড়ি,৩০শে ডিসেম্বর: শিক্ষা, সংগ্রাম, আত্মত্যাগের সংগ্রাম চলছে। এই স্লোগানকে সামনে রেখেই ৩০ শে ডিসেম্বর ২০২২ ভারতের ছাত্র ফেডারেশন-এর পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় সংগঠনের ৫৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। শুক্রবার সংগঠনের জেলা দপ্তরে পতাকা উত্তোলন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সহ সম্পাদক অনুভব দে। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য প্রভাকর সরকার, প্রাক্তন জেলা নেতৃত্ব সুদীপ চক্রবর্তী।। অতীতের ছাত্র আন্দোলন এবং বর্তমান সময়ে লড়াইয়ের রূপরেখা তুলে ধরা হয়। প্রয়াত বিশ্বখ্যাত ফুটবলার পেলের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করে কর্মসূচি শেষ করা হয়। অন্যদিকে ময়নাগুড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এলাকায় সংগঠনের পতাকা উত্তোলন এবং আলোচনার মাধ্যমে বর্তমান সময়ে লড়াইয়ের প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়। সংগঠনের জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, রাজ্য কমিটির সদস্য রাজিউল ইসলাম, জেলা নেতৃত্ব আব্দুল করিম, দিলদার মহম্মদ, অপূর্ব সরকার, প্রীতম রায় এই কর্মসূচিগুলিতে বক্তব্য রাখেন।