Home National জবাব না পেলে বাংলাকে টাকা দেওয়া হবে না: নির্মলা সীতারামন

জবাব না পেলে বাংলাকে টাকা দেওয়া হবে না: নির্মলা সীতারামন

182
0

নয়াদিল্লি: তৃণমূল এমপি মহুয়া মৈত্র মোদি সরকারের ব্যর্থতা তুলে ধরে মঙ্গলবার সরব হয়েছিলেন। সরকারকে ‘পাপ্পু’ আখ্যা দিয়েছিলেন তিনি। অভিযোগের আঙুল তুলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন ১০০ দিনের কাজের বকেয়া সহ রাজ্যের ১ লক্ষ ৯৬৮ টাকা আটকে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে অবরুদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার পাল্টা দেন নির্মলা সীতারামন। ‘সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস ২০২২-২৩’র জবাবি ভাষণে তিনি রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন। ঘুরিয়ে ‘পাপ্পু’ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই। তিনি বলেন, যারা প্রকল্প রূপায়নে ব্যর্থ, তারাই তো পাপ্পু। তিনি আরও বলেন, ‘বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে মহাত্মা গান্ধী নারেগা প্রকল্পে অভিযোগ এসেছে বলে। কেন্দ্র সরকারের সেই অধিকার রয়েছে। এই গোলযোগ নিয়ে রাজ্যের কাছে তার ব্যাখা চাওয়া হয়েছে। রাজ্য সরকার এখনও তার জবাব দেয়নি। বাংলাকে টাকা দেওয়া হবে না, যতক্ষণ না সঠিক জবাব আসবে।’ মহুয়া মৈত্রের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করে নির্মলা বলেন, ‘তৃণমূল এমপি সওয়াল করেছিলেন, আগুন জ্বালাতে আমাদের হাতে দেশলাই কে দিয়েছে। তাহলে উত্তরটা এবার শুনে নিন। এই দেশলাই দিয়েছে জনতা। তবে আমরা উজালা দিয়েছি সেই দেশলাই কাঠি হাতে নিয়ে। আর বাংলায় ক্ষমতায় এসে আপনারা আগুন জ্বালিয়েছেন।’

Previous articleমেঘালয়ে মমতার পাল্টা মোদির জনসভা
Next articleদিল্লি এইমসে নাশকতা চালায় চীন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here