কেন্দ্র সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে কোনও ভুল ছিল না: সুপ্রিম কোর্ট

    147
    0

    নয়াদিল্লি, ২ জানুয়ারি: সুপ্রিম কোর্ট আজ সোমবার রায় ঘোষণা করে জানাল, কেন্দ্র সরকারের যে নোট বন্দীর সিদ্ধান্ত ছিল, তাতে কোনও ভুল ছিল না। আদালত এটাও ঘোষণা করেছে যে, কেন্দ্রের হাতে ক্ষমতা আছে নোট বাতিল করার। নোট বন্দী নিয়ে শীর্ষ আদালতের প্রযোবেক্ষণ অনুযায়ী, কিভাবে এই নোট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল, তা বিবেচনা করে কখনওই কেন্দ্রের ওই সিদ্ধান্তকে পরিবর্তন করা যায় না।

    শীর্ষ আদালতে আজ বিচারপতি বিআর গাভাই রায় পড়ে শোনান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে বদলে ফেলে আদালত নিজে থেকে কোনও সিদ্ধান্ত নিয়ে নিতে পারে না। অর্থনৈতিক নীতির বিষয়ে ভীষণ সংযমী থাকা প্রয়োজন।

    প্রসঙ্গত, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, পুরনো নোট পরিবর্তন করার জন্য ৫২ দিন সময় দেওয়া হয়েছিল। তা যুক্তিযুক্ত না বলে সুপ্রিম কোর্টে আবেদনে করা হয়েছিল। এমনকি কেন্দ্রের নোটবন্দীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৫৮টি পিটিশন দায়ের হয়েছিল। আর আবেদনে বলা হয়েছিল, নোটবন্দীর সিদ্ধান্তটা কেন্দ্র সঠিকভাবে নেয়নি।

    সাংবিধানিক বেঞ্চের এও পর্যবেক্ষণ, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে যে আরবিআই-এর সঙ্গে পরামর্শ করে নিতে হয়, তা নিয়ম মেনে কেন্দ্র ৬ মাস ধরে নিয়েছিল। ফলে কোনো ভাবেই কেন্দ্রের নোটবন্দীর সিদ্ধান্তকে অযৌক্তিক বা ভুল কোনওটাই বলা চলে না। শীর্ষ আদালত একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, নোট পরিবর্তনের যে সময় দেওয়া হয়েছিল, তাতে কোনওরকম ভুল নেই।

    Previous articleবিশ্ব ইতিহাসে ২ জানুয়ারী
    Next articleআজ সোনা রুপার বাজার দর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here