Home District এবার মদ বন্ধে মহিলা মোর্চাকে মাঠে নামার নির্দেশ শুভেন্দুর

এবার মদ বন্ধে মহিলা মোর্চাকে মাঠে নামার নির্দেশ শুভেন্দুর

209
0

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে বিষমদ কান্ডে শনিবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় জনের। এ ব্যাপারে গর্জে উঠেন শুভেন্দু। বিজেপির মহিলা মোর্চাকে তিনি আন্দোলনে নামার নির্দেশ দেন। বলেন, ব্লিচিং,ফিনাইল ও ঝাঁটা নিয়ে মাঠে নেমে পড়ুন সবাই। যে কোনভাবেই হোক মদ বন্ধ করতেই হবে। যাতে বিষমদে আর কারও প্রাণ না যায়।

Previous articleশুভেন্দুর আবেদন নাকচ করল হাইকোর্ট
Next articleশ্রীলঙ্কায় জনরোষ থেকে বাঁচতে বাসভবন থেকে পালালেন রাজাপক্ষে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here