নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে বিষমদ কান্ডে শনিবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় জনের। এ ব্যাপারে গর্জে উঠেন শুভেন্দু। বিজেপির মহিলা মোর্চাকে তিনি আন্দোলনে নামার নির্দেশ দেন। বলেন, ব্লিচিং,ফিনাইল ও ঝাঁটা নিয়ে মাঠে নেমে পড়ুন সবাই। যে কোনভাবেই হোক মদ বন্ধ করতেই হবে। যাতে বিষমদে আর কারও প্রাণ না যায়।