দীননাথ চক্রবর্তী
তুমিই প্রভু সূর্য কিরণ
আঁধার শেষে ঊষা কূজন ,
ঘুম ভাঙানি কুসুম কলি
ঘরে ঘরে আগল খুলি
নয়ন স্নিগ্ধ সৃজন
তুমিই প্রভু ঊষা কূজন ।
অঙ্গে অঙ্গে কথকলি
আলো শিখা ভূষণ ,
সুন্দর মঙ্গল
দ্যুতি
সুরে সুরে উপস্থিতি
সদাই প্রাণে সরণ
তুমিই প্রভু ঊষা কিরণ।
অন্তরে হৃদয়ে ধারা
সুধা রোমন্থন ,
মনের চুলির অগ্নিশিখা
বিবেক তাপের পীযূষ মাখা
প্রেম বারি ক্ষরণ
তুমিই প্রভু ঊষা কূজন ।