Home State অনলাইনে অনেক আবেদনের সুবিধা, খুশি উচ্চ মাধ্যমিক স্কুলগুলি

অনলাইনে অনেক আবেদনের সুবিধা, খুশি উচ্চ মাধ্যমিক স্কুলগুলি

127
0

 কলকাতা: আরও সুযোগ-সুবিধা চালু হচ্ছে উচ্চ মাধ্যমিকের নয়া পোর্টালে। এবার স্কুলগুলির অনুমোদনের পুনর্নবীকরণ, নয়া মাধ্যম বা বিষয় চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আবেদন অনলাইনেই করা যাবে। এছাড়া, কোনও স্কুল যদি কো-এড পদ্ধতি চালু করতে চায়, অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি ছাত্র ভর্তি নিতে চায় সেসবও অনলাইনে করা যাবে। অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি ছাত্র ভর্তি বেশকিছু স্কুলের প্রতি বছরের সমস্যা। সেটার আবেদন অনলাইনে পাওয়া সম্ভব হলে সুবিধা হবে তাদের। স্কুলের নাম, ঠিকানা বা শিক্ষকের শূন্যপদের চরিত্র পরিবর্তনও করা যাবে অনলাইনে। সমস্ত তথ্যাদি দিয়ে noreply@wbchse.org.in ওয়েবসাইটে পাঠিয়ে দিতে হবে। তাহলেই আর প্রত্যন্ত এলাকার স্কুলগুলির প্রতিনিধিদের সল্টলেকে উজিয়ে আসতে হবে না। 

Previous articleসমলিঙ্গ সম্পর্ক শুধুমাত্র শারীরিক নয়: সুপ্রিম কোর্ট
Next articleদেউচা পাচামির নিয়ম সর্বত্র নয় কেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here