Sharad Yadav passes away: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব

    135
    0

    নয়াদিল্লি: প্রয়াত হলেন শারদ যাদব। বৃহস্পতিবার রাতে তাঁর কন্যা সুভাষিণী শরদ যাদব ট্যুইট করে একথা জানিয়েছেন। সাতবারের সাংসদ এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে  খবর, রাত ১০টা ১৯ মিনিটে তাঁর মৃত্যু হয়। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। টুইটারে শোকজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন,  ‘শারদ যাদবের মৃত্যুতে মর্মাহত। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংসদ ও মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।  ওঁর সঙ্গে হওয়া আলাপ-আলোচনা কখনও ভুলতে পারব না।’ শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন,  ‘শারদ যাদবের প্রয়াণের খবরে আমার মন ভারাক্রান্ত। উনি শুধু একজন বলিষ্ঠ রাজনীতিবিদ নন, শ্রদ্ধেয়  সহকর্মীও ছিলেন। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওঁর পরিবার-পরিজনদের সমবেদনা জানাই।’ ‘অভিভাবকের’ মৃত্যুতে শোকস্তব্ধ বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। দুঃখপ্রকাশ করেছেন রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরির মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা।

    Previous articleজাতীয় যুব দিবস পালন করল রূপম
    Next articleদার্জিলিং পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here