নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ৭ মার্চ, রবিবার, মোদির ব্রিগেডে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ঘটল সব জল্পনার অবসান। তিনি মোদির হাত ধরে যোগ দিলেন বিজেপিতে। আর এই যোগদানের ফলে সুপার স্টার ও সমাজসেবি মিঠুনের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হল। এদিন তিনি রাজ্যের মানুষকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখালেন। তিনি জানান, কলকাতার জোড়া বাগানের এক অখ্যাত গলিতে বড় হয়েছেন। প্রথম যৌবন থেকে তিনি গরিব মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন।
তবে ব্রিগেডের এই জনসভায় এলেন না ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই অনুপস্থিতির মধ্য দিয়ে পূর্ব ঘোষণা মতো তিনি রাজনীতি থেকে দূরে থাকার বার্তাকেই মান্যতা দিলেন। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ব্রিগেডে মোদির জনসভার প্রচার হতেই সোশ্যাল মাধ্যমে গুঞ্জন ছড়ায় ৭ তারিখ মিঠুন ও সৌরভ মোদির হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন। কিন্তু, সেই গুজব কতটা সত্য তা জানার জন্য কয়েকদিন আগেই সৌরভ ঘনিষ্ঠ সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য ভারতের প্রাক্তন অধিনায়ককে ফোন করেন। তখন রাজনীতিতে যেতে রাজি নন বলে সৌরভ স্পষ্টভাবে অশোকবাবুকে জানিয়ে দেন। একথা পরে অশোকবাবুই সংবাদমাধ্যমকে জানিয়েছেন।