বসুমতী কর্মচারী সমন্বয় সমিতির বার্ষিক সভা হয়ে গলে ৮ জানুয়ারি। সভায় উপস্থিত ছিলেন পরিষদীয় ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি চিফ হুইপ ও বিধায়ক দেবাশিস কুমার, সৌম্য বিশ্বাস মহাশয়। এছাড়াও বসুমতী সমন্বয় সমিতির উপদেষ্টা আশিস গুহ রায় এবং আহ্বায়ক বিমান রাহা রায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসুমতী কর্মচারী সমন্বয় সমিতির উন্নতি এবং শুভ কামনা করে একটি শুভেচ্ছা বার্তা পাঠান। সবাই তাঁদের বক্তব্যে বসুমতীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসুমতী ইউনিয়নের যুগ্ম-সম্পাদক আশিস চৌধুরী ও সম্বরন নন্দী, সভাপতি সারদানন্দ যাদব, কার্যকরী সভাপতি শ্রীমতী শিখা গুঁই ও কোষাধ্যক্ষ জয়প্রকাশ প্রসাদকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন
সুব্রত ব্রহ্ম এবং সম্পূর্ণ অনুষ্ঠানটির চিত্রগাহক হিসাবে ছিলেন
সুদীপ দাস।