ঘর হোক বা রেস্তোরাঁ— জ্যুস, কোল্ড ড্রিঙ্ক পানের সময় অনেকেই স্ট্র ব্যবহার করেন। যেন পানীয় এবং স্ট্র একে অপরের দোসর! কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, রং-বেরঙের স্ট্র দিয়ে পানীয় পান করা কতখানি অস্বাস্থ্যকর?
পানের ক্ষেত্রে স্ট্র ব্যবহার কতখানি স্বাস্থ্যকর সে সংক্রান্ত বিষয়ে দ্রুত চোখ বুলিয়ে নেওয়া যাক। স্ট্র-যোগে জ্যুস, কোল্ড ড্রিঙ্ক, মিল্ক শেক ইত্যাদি খাওয়ার সময় পেটে অতিরিক্ত বাতাস চলে যায়। ফলে গ্যাসট্রিকের সমস্যা থাকলে তা আরও জটিল আকার ধারণ করতে পারে।
স্ট্র দিয়ে তরল পান করার সময় মুখের পেশিতে অতিরিক্ত চাপ পড়ে। তাই নিয়মিত স্ট্র ব্যবহার করলে মুখে দ্রুত বলিরেখার সৃষ্টি হয়।
পাত্রে চুমুক দিয়ে পান করলে মুখ ও দাঁতে জমা ব্যাকটেরিয়া ধুয়ে পরিষ্কার হয়ে যায়। স্ট্র ব্যবহার করলে তা হয় না। উল্টে মুখ বা দাঁতে অতিরিক্ত চিনি জমে ক্ষতির আশঙ্কা বেড়ে যায়।
স্ট্র দিয়ে ঠান্ডা বা গরম পানীয় খাওয়ার সময় এর ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিকের কণা মিশে যেতে পারে ওই পানীয়ের সঙ্গে। ফলে বিভিন্ন মারণ রোগের সৃষ্টি হতে পারে।