কলকাতা, ১৫ জুন: মধ্যবিত্তের হেঁশেলে কিছুটা স্বস্তি। মে মাসে মূল্যবৃদ্ধির হার কমে গিয়েছে প্রায় ৩.৪৮ শতাংশ। তিন বছরে এই প্রথম এতটা কমল। সামগ্রিক পরিস্থিতিতে খাবার, জ্বালানি, উৎপাদনকারী সামগ্রীর দাম কিছুটা কমেছে
হোলসেল প্রাইস ইনডেক্স অর্থাৎ পাইকারি ক্ষেত্রে দামের সূচক। এপ্রিল মাসে সেটা (-) ০.৯২ শতাংশ ছিল।
জানা গিয়েছে, মে মাসে সবথেকে কমেছে এই হোলসেল প্রাইস ইনডেক্স। এটা হয়েছিল (-)৩.৪৮ শতাংশ। সেই ২০২০ সালের মে মাস থেকে এই পর্যন্ত এই হার সবথেকে কম বলে মনে করা হচ্ছে। মে মাসে খাদ্য সামগ্রীর ক্ষেত্রে এই হার ছিল ১.৫১ শতাংশ। এপ্রিল মাসে ছিল ৩.৫৪ শতাংশ।
বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে জানানো হয়েছে, খনিজ তেল, ধাতব সামগ্রী, খাদ্য সামগ্রী, জামাকাপড়, অপরিশোধিত পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কেমিক্যাল ও কেমিক্যাল সামগ্রী এগুলির দাম কমতে শুরু করেছে। তার জেরে ২০২৩ সালের মে মাসে মূল্যবৃদ্ধির হার কমতে থাকে। এদিকে জ্বালানি ও শক্তিসম্পদের ক্ষেত্রে মে মাসে ছিল (-) ৯.১৭ শতাংশ ও এপ্রিল মাসে ছিল ০.৯৩ শতাংশ। পাশাপাশি, উৎপাদন ক্ষেত্রে জিনিসপত্রের মূল্যবৃদ্ধিও নিম্নগামী। মে মাসে হার ছিল (-) ২.৯৭ শতাংশ। এপ্রিল মাসে এই হার ছিল (-) ২.৪২ শতাংশ।
সব মিলিয়ে মে মাসে পাইকারি মূল্য সূচক বা হোলসেল প্রাইস ইনডেক্স ভিত্তিক মূল্যবৃদ্ধি নেমে এসেছে -৩.৪৮ শতাংশে। অর্থাৎ পাইকারি বাজারে দাম ক্রমশ কমছে। যা নিয়ে স্বস্তির নিশ্বাস আমজনতার।
উল্লেখ্য, সামনের বছর লোকসভা ভোট। তার আগে জিনিসপত্রের দাম কমানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকার। এসবের মধ্য়েই এল স্বস্তির খবর। তবে বাজারের এই পরিস্থিতি কতদিন থাকে সেটাই এখন দেখার।