Home International তিনবার যুদ্ধে হেরে যথেষ্ট শিক্ষা হয়েছে: পাক প্রধানমন্ত্রী

তিনবার যুদ্ধে হেরে যথেষ্ট শিক্ষা হয়েছে: পাক প্রধানমন্ত্রী

179
0

আবু ধাবি: ‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না!’ ১৯৪৭, ১৯৬৫ এবং ১৯৭১—পরপর তিনটি যুদ্ধে হেরে ঢের শিক্ষা নিয়েছে পাকিস্তান। অর্থনৈতিক দিক থেকেও তারা এখন বিপর্যস্ত। তাই আর যুদ্ধের হুঙ্কার নয়, বরং ভারতের সঙ্গে শান্তি বৈঠক চেয়ে কাতর আর্জি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কাশ্মীর সহ বিভিন্ন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনার টেবিলে বসার আহ্বানও তিনি জানিয়েছেন। আর তাতে সংবাদমাধ্যমে শুরু হয়ে যায় হইচই। সূত্রের খবর, এর জেরে চটে লাল আইএসআই। তড়িঘড়ি ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামানো হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরকে। এরপরই টুইটারে শাহবাজের মন্তব্য নিয়ে লম্বা ব্যাখ্যা দেয় তারা। আলোচনায় বসার জন্য আরোপ করা হয় বেশ কিছু শর্তও।
সোমবার দুবাইয়ের আল আরবিয়া টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে অতীতের যুদ্ধের কথা স্মরণ করেন শাহবাজ। তিনি বলেন, ‘তিনটি যুদ্ধ থেকে আমরা যথেষ্ট শিক্ষা নিয়েছি। যুদ্ধগুলি আমাদের প্রবল দুর্দশা ঢেকে এনেছে। আর্থিকভাবে খাদের কিনারাতেও দাঁড় করিয়ে দিয়েছে। দারিদ্র্য, বেকারত্ব—প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে দেশে। তাই এখন আমাদের প্রকৃত সমস্যাগুলি সমাধানে মন দিতে হবে। আর যুদ্ধ নয়, এবার শান্তি চায় ইসলামাবাদ।’ 

Previous articleঅ্যাপটিটিউড টেস্ট ছাড়াই নম্বর! জবাব চাইল হাইকোর্ট
Next article১০ বছর বয়সে মহাসাগরে চিরকুট ভাসিয়ে ফিরে পেলেন ৩৭ বছর পর!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here