কর্নাটকে জিকা ভাইরাসে আক্রান্ত এক শিশু

    146
    0

    ব্যাঙ্গালোর: পুরো দেশজুড়ে বড়ো বড়ো শহরগুলিতে চলছে ডেঙ্গুর দাপাদাপি। ডেঙ্গুর কারণে শহরে মৃত্যও হয়েছে বেশ কিছু মানুষের। আর এর মাঝেই উঁকি দিচ্ছে জিকা ভাইরাস। জিকার হানায় চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের। কর্নাটকে প্রথম দেখা মিলেছে এই জিকা ভাইরাস আক্রান্তের। রায়চুর জেলায় পাঁচ বছর বয়সী একটি বাচ্চা মেয়ের শরীরে পাওয়া গিয়েছে জিকার জীবাণু।

    এই খবরটি যে সত্য, সেই বিষয়টি স্বীকার করেছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এটা কর্ণাটকে প্রথম ঘটনা। সরকার গোটা বিষয়টির উপর কড়া নজরদারি চালাচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা যেকোনও পর্যায়ের মোকাবিলার জন্য তৈরি।

    মহারাষ্ট্রে পুণের ল্যাব রিপোর্ট অনুযায়ী, ওই শিশু কন্যাটি জিকায় আক্রান্ত। মোট তিনটি রক্তের নমুনা পাঠানো হয়েছিল পুণেতে। শুধুমাত্র একটিতে জিকার জীবাণু পাওয়া গিয়েছে। কয়েক মাস আগেই ভারতের তিন রাজ্য মহারাষ্ট্র, কেরল ও উত্তরপ্রদেশে জিকার জীবাণু পাওয়া যায়। এবার কর্ণাটকে দেখা মিলেছে এই মশাবাহিত রোগটি।

    Previous articleমাইনাস ৭ ডিগ্রি তাপমাত্রায় তোয়ালে পরে মর্নিং ওয়ার্ক টাইগারের
    Next articleবিশ্ব ইতিহাসে ১৪ ডিসেম্বর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here