টাকার বিনিময়ে প্রাথমিকে নিয়োগ, ৫৯ হাজার শিক্ষকের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

    191
    0

    সংবাদ কলকাতা, ২৩ সেপ্টেম্বর: এসএসসির পর এবার টেট। ২০১৪ সালের টেট থেকে কতজনের ভুয়ো নিয়োগ হয়েছে, আঁচ করতে চাইছে আদালত। সেজন্য ওই বছরে নিযুক্ত শিক্ষকদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার এই চাঞ্চল্যকর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, চাকরি প্রাপকদের লিখিত ও মৌখিক পরীক্ষায় কে কত নম্বর পেয়েছিলেন সেটাও তালিকায় তুলে ধরতে বলেন। আদালতের নির্দেশ মেনে আগামী ৩০ নভেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই তালিকা প্রকাশ করবে বলে জানা গিয়েছে।
    উল্লেখ্য, ২০১৪ টেট পরীক্ষার পর ২০১৬ ও ২০২০ সালে দুই দফায় নিয়োগ করা হয়েছিল ৫৯ হাজার ৪৪৯ জনকে। সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্র্নীতি নিয়ে মামলা করেছিলেন রমেশ মালি ও সৌমেন নন্দী নামে দুই ব্যক্তি। তাঁদের অভিযোগ, পরীক্ষায় কোনও কিছু না লিখে শুধুমাত্র সাদা খাতা জমা দিয়ে বহু লোক প্রাথমিকে চাকরি পেয়েছেন। তাঁদের আরও অভিযোগ, যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেককে চাকরি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই অভিযোগের ভিত্তিতে এবার তদন্ত শুরু করল আদালত।

    Previous articleপ্রতি মাসে বিদ্যু বিল, জানালেন অরুপ বিশ্বাস
    Next articleআজ বক্রেশ্বর মন্দিরের পুষ্করিণীতে তর্পণের ভিড়

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here