Home National 22 সেপ্টেম্বর মোদির আমেরিকা সফরে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক

22 সেপ্টেম্বর মোদির আমেরিকা সফরে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক

227
0

নতুন দিল্লি, 20 সেপ্টেম্বর: এই সপ্তাহেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঝটিকা সফরে রাখা হয়েছে একাধিক অনুষ্ঠানসূচি। বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে, তিনি দেখা করবেন আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে। তবে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার প্রথম উপরাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকের ব্যাপারে অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি। মোদি 22 শে সেপ্টেম্বর আমেরিকায় পৌঁছাবেন। পরের দিন সকালেই আমেরিকার সিইও-র সঙ্গে বৈঠক করবেন। অ্যাপেল কোম্পানির প্রধান টিম কুকের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। তবে কি বিষয় নিয়ে টিম কুকের সঙ্গে কথা হবে সে বিষয়ে কিছু বিস্তারিত জানা যায়নি। এরপর একটি উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রতিনিধি যশিহিদে সুগার সঙ্গেও দেখা করবেন।

24 সেপ্টেম্বর প্রথমবার আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সঙ্গে বাইডেনের এই সাক্ষাতের সময় একটি ডিনার পার্টির আহ্বান করা হয়েছে। অনুষ্ঠানের আকর্ষণীয় বিষয় হলো ইউকের প্রধানমন্ত্রী বরিস জনসন এই মিটিংয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ বলেই অভিহিত করা হয়েছে। এরপর ওই দিন সন্ধ্যায় তিনি রওনা হবেন নিউইয়ার্কের উদ্দেশ্যে। পরের দিন সেখানকার জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেবেন মোদি।

Previous articleসেই বাঙালি !
Next articleবিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here