কলকাতা, ২ ডিসেম্বর: গতকাল শহরের বুকে ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা। গৃহপ্রবেশের অনুষ্ঠান চলাকালীন ফ্ল্যাটের ৯ তলা থেকে পড়ে গেল ৮ বছরের এক শিশু। গুরুতর জখম অবস্থায় ওই শিশুকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শিশুটি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায় ঘটনাটি ঘটে। জখম শিশু কন্যার নাম অন্বেষা ঘোষ। গৃহপ্রবেশের অনুষ্ঠানে বাচ্চাদের সাথে খেলতে খেলতে ৯ তলা থেকে নীচে পড়ে যায় অন্বেষা।