৬টি সংগঠন একসঙ্গে আন্দোলনে নামবে এবার

    197
    0

    জলপাইগুড়ি, ১১ নভেম্বর: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের উত্তর খাগড়াবাড়ি এলাকায় ছয়টি সংগঠন মিলে একসঙ্গে আন্দোলনে নামতে চলেছে। উত্তরবঙ্গকে বেগন রাজ্য করার দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার এই ছয়টি সংগঠন একসঙ্গে জোটবদ্ধ হলেন।
    এই ছয়টি সংগঠন হল Xklo মহিলা নারী সংগঠন, ভূমি রক্ষা কমিটি, বন্দী মুক্তি কমিটি, কামতাপুরী আদিবাসী কমিটি ও বাহাদুর কৃষি মঞ্চ। এদের দাবি, কমতাপুরী বেগল রাজ্যের দাবির জন্য অনেকেই গুলি খেয়ে মারা যান। কিছু কিছু পরিবারকে চাকরি দেওয়া হলেও এখনও অনেক পরিবার বাকি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আশা দিয়েও এখনও চাকরি দেননি।
    তাঁরা জানান, আগামী ৬ ডিসেম্বর কামতাপুর পিপলস পার্টির যৌথ উদ্যোগে রেল রোকো আন্দোলন করবে। আজ তাঁরাও সমর্থন করেন এই আন্দোলনকে। সেদিন সেই আন্দোলনে তাঁরাও সামিল হবেন বলে জানিয়ে দেন। সংগঠনের প্রতিনিধি জোৎস্না রায় ও কামতাপুর আদিবাসী কমিটির সভাপতি লক্ষ্মী দাস জানান, তাঁরা পাট্টার দাবি জানিয়ে ১০ ডিসেম্বর একটি বাইক র‍্যালি বের করবেন। আর ১৪ ডিসেম্বর জলপাইগুড়ি ডিএম অফিসে স্মারকলিপি জমা দেবেন।

    Previous articleমালদ্বীপে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ৮ ভারতীয় ও ১ বাংলাদেশী সহ ১১
    Next articleনেপালে প্রকাশ্যে এল তুষার চিতা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here