প্যারিস: ৫২ বছর বাদে হরমনপ্রীত ব্রিগেড অস্ট্রেলিয়াকে হারিয়ে পদক জয়ের আশা জিইয়ে রাখল। ৫২ বছর বাদে অলিম্পিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারতের হকি দল। দুরন্ত জয় পেলেন হরমনপ্রীত সিংরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ ‘এ’ ম্যাচে ভারতীয় দল জয় পেল ৩-২ গোলের ব্যবধানে। এই জয়ের ফলে ভারত পদক জয়ের আশা জিইয়ে রাখল। ১৯৭২ সালের পরে হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় অবশ্যই প্রশংসনীয়। ভারত একটা সময় শুক্রবার এই খেলায় ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। ভারত প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা খেলে দাপট দেখিয়েছে।
তবে অস্ট্রেলিয়াও মাঝে মধ্যে পাল্টা আঘাত হানার চেষ্টা করেছিল। কিন্তু ভারতের গোলরক্ষকের জন্যে আক্রমণ থেকে গোল করা তাদের সম্ভব হয়নি। ভারতের হয়ে প্রথম গোলটি করেন অভিষেক সিং ১২ মিনিটের মাথায়। সম্মিলিত আক্রমণ থেকে অভিষেক দুরন্ত গোল করে ভারতকে এগিয়ে রাখেন। তার এক মিনিট বাদেই ভারতীয় দল আবার গোল পেয়ে যায়।
এবারের গোলদাতা অধিনায়ক হরমনপ্রীত সিং। পেনাল্টি কর্নার থেকে এই গোলটি আসে। ২-০ গোলে এগিয়ে থেকে ভারতীয় দলের খেলোয়াড়রা রক্ষণাত্মক ভূমিকা পালন করতে থাকেন। একত্রিশ মিনিটের মাথায় ক্রেগ থমাস গোল করে খেলার ব্যবধান কমায়। পরবর্তী সময় ভারতীয় দল আবার দাপট দেখিয়ে আবার গোল পেয়ে যায়। এবারেও গোলদাতা অধিনায়ক হরমনপ্রীত সিং। ৩২ মিনিটের মাথায় গোলটি আসে। ৫৫ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার গোভার্স ব্লেক গোল করে ব্যবধান কমান। শেষ পর্যন্ত ভারত ৩-২ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকল। গত ম্যাচে ভারত যে ভুলগুলি করেছিল, তা শুধরে নিয়ে নতুন ছন্দে ফিরল । এতদিন ফিল্ড গোল করা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছে। ভারত গত অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিল। এবারে হরমনপ্রীতরা পদক জয়ের চেষ্টায় অবশ্যই ঝাঁপাবেন।