কলকাতা, ১৩ সেপ্টেম্বর: ২০১৪ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের গান্ধীমূর্তির পাদদেশে অনির্দিষ্টকাল ধর্নায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের ৫ দিন ধর্নায় বসার অনুমতি দেন। গত ২১ সেপ্টেম্বর সেই ধর্নার সময়সীমা শেষ হয়। কিন্তু, তাতে দাবি পূরণ না হওয়ায় ফের নির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসার আবেদন করেন তাঁরা। আজ বৃহস্পতিবার শুনানির পর সেই আবেদন খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। তাঁর বক্তব্য, যেহেতু সেসময় অনির্দিষ্টকালের জন্য ধর্না চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, তাই এখন আর অনুমতি দেওয়া সম্ভব নয়।