কলকাতা: মহানগরীর বুকে লুকিয়ে রাখা হয়েছে চোরাই সোনা। কম করেও ৫০০ কেজি। বাজার দর অনুযায়ী, যার মূল্য অন্তত ২৫০ কোটি টাকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর। তদন্তকারীদের দাবি, থাইল্যান্ড, লাওস এবং মায়ানমার সীমান্তের ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ থেকে সোনা এনে মজুত করা হয়েছে কলকাতায়। এখান থেকে তা ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কলকাতাকে ‘ট্রানজিট ক্যাম্প’ করে চোরাই সোনা পাচারের এই চক্রের মাথা কৈলাস মাহেশ্বরী নামে এক ব্যক্তি। মিরাটের এই বাসিন্দা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার এক প্রভাবশালী সদস্যের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। গত দু’বছরের বেশি সময় ধরে কলকাতাকে কেন্দ্র করে সোনা পাচারের আন্তর্জাতিক চক্রের এই ‘কিংপিন’কে হন্যে হয়ে খুঁজছে ডিআরআই।